ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৭৪
চাঁদের আকৃতির ছোট-বড় হওয়া বা অনুরূপ মাপের গুরুত্ব নেই
(১২৭৪) তাবিয়ি আবুল বাখতারি বলেন, আমরা উমরার জন্য বের হয়েছিলাম। যখন আমরা ‘বাতনু নাখলা' নামক স্থানে অবতরণ করলাম তখন আমরা নতুন মাসের চাঁদ দেখতে পেলাম। তখন উপস্থিত কেউ বললেন, এ তিন রাতের চাঁদ। কেউ বললেন, এ দুই রাতের চাঁদ। তারপর আমরা ইবন আব্বাস রা.র সাথে সাক্ষাত করলাম এবং বললাম, আমরা চাঁদ দেখেছি এবং আমাদের কেউ বলছেন যে তা তিন রাতের চাঁদ এবং কেউ বলছেন তা দুই রাতের চাঁদ। তখন তিনি বলেন, তোমরা কোন রাতে চাঁদ দেখেছ? আমরা বললাম, আমরা অমুক রাতে চাঁদ দেখেছি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তাকে দেখা থেকে সময় নির্ধারণ করেছেন। কাজেই তোমরা যে রাতে তাকে প্রথম দেখতে পেয়েছ সেই রাতই প্রথম রাত ।
عن أبي البختري قال: خرجنا للعمرة فلما نزلنا ببطن نخلة قال تراءينا الهلال فقال بعض القوم هو ابن ثلاث وقال بعض القوم هو ابن ليلتين قال فلقينا ابن عباس رضي الله عنه فقلنا إنا رأينا الهلال فقال بعض القوم هو ابن ثلاث وقال بعض القوم هو ابن ليلتين فقال أي ليلة رأيتموه؟ قال فقلنا ليلة كذا وكذا فقال إن رسول الله صلى الله عليه وسلم قال: إن الله مده للرؤية فهو ليلة رأيتموه

তাহকীক:
তাহকীক চলমান