ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৭২
রামাদানের সিয়াম পরিত্যাগ থেকে ভীতি প্রদর্শন
(১২৭২) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইসলামের মূল রশি এবং দ্বীনের মূল ভিত্তি তিনটি। এগুলোর উপরেই ইসলামের ভিত্তি স্থাপিত। যে ব্যক্তি এগুলোর একটিও পরিত্যাগ করবে সে কাফির। তার রক্ত বৈধ (তার বিরুদ্ধে যুদ্ধ বৈধ): সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ বা উপাস্য নেই, ফরয সালাত এবং রামাদানের সিয়াম।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: عرى الإسلام وقواعد الدين ثلاثة عليهن أسس الإسلام من ترك منهن واحدة فهو بها كافر حلال الدم: شهادة أن لا إله إلا الله والصلاة المكتوبة وصوم رمضان
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান