ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১২৬৫
যাকাতের অধ্যায়
কার কাছে চাওয়া যাবে
(১২৬৫) সামুরাহ ইবন জুনদুব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চাওয়া বা ভিক্ষা করা ক্ষতস্বরূপ, মানুষ এ দিয়ে নিজের মুখমণ্ডলে ক্ষত সৃষ্টি করে কাজেই যে চায় সে তার মুখমণ্ডল ক্ষত-মুক্ত রাখুক এবং যে চায় সে তা ত্যাগ করুক। তবে ব্যতিক্রম হল যে মানুষ কোনো শাসক বা প্রশাসকের নিকট চাইবে অথবা উপায়হীন হয়ে কোনো বিষয়ে চাইবে।
كتاب الزكاة
عن سمرة بن جندب رضي الله عنه مرفوعا: المسائل كدوح يكدح بها الرجل وجهه فمن شاء أبقى على وجهه ومن شاء ترك إلا أن يسأل الرجل ذا سلطان أو في أمر لا يجد منه بدا
তাহকীক:
হাদীস নং: ১২৬৬
যাকাতের অধ্যায়
কার কাছে চাওয়া যাবে
(১২৬৬) ফিরাসি রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলেন, হে আল্লাহর রাসূল, আমি কি যাচ্ঞা করব? তিনি বলেন, না। যদি তুমি একান্তই চাও তাহলে সৎ বা নেককার মানুষদের কাছে চাইবে।
كتاب الزكاة
عن الفراسي رضي الله عنه أنه قال لرسول الله صلى الله عليه وسلم أسأل يا رسول الله؟ قال: لا وإن كنت سائلا لا بد فاسأل الصالحين
তাহকীক: