ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৬৪
কখন ভিক্ষা বৈধ হবে
(১২৬৪) কাবীসাহ ইবন মুখারিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনব্যক্তি ছাড়া অন্য কারো জন্য ভিক্ষা বৈধ নয়। ১. যদি কোনো মানুষ (সহানুভূতিবশত) অন্য কারো ঋণ বা আর্থিক দায়িত্বের বোঝা নিজের ঘাড়ে নেয় তাহলে সেই বোঝা পরিমাণ সম্পদ সংগ্রহ করা পর্যন্ত তার জন্য মানুষের কাছে চাওয়া বা ভিক্ষা করা বৈধ। এরপর সে চাওয়া বন্ধ করবে । ২. কোনো বিপদ-মুসিবতে নিপতিত হয়ে যদি কোনো মানুষের সহায় সম্পদ নষ্ট হয়ে যায় তাহলে মোটামুটি চলার মতো জীবিকার ব্যবস্থা করা পর্যন্ত তার জন্য ভিক্ষা করা বা চাওয়া বৈধ। ৩. কোনো মানুষ যদি প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে নিপতিত হয় তাহলে চলার মতো জীবিকার ব্যবস্থা করা পর্যন্ত তার জন্য ভিক্ষা বৈধ।
عن قبيصة بن مخارق رضي الله عنه مرفوعا: إن المسألة لا تحل إلا لأحد ثلاثة رجل تحمل حمالة فحلت له المسألة حتى يصيبها ثم يمسك ورجل أصابته جائحة اجتاحت ماله فحلت له المسألة حتى يصيب قواما من عيش ورجل أصابته فاقة... فحلت له المسألة حتى يصيب قواما من عيش...
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান