ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১২৬১
যাকাতের অধ্যায়
ভিক্ষার নিন্দা
(১২৬১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একজন মানুষ ভিক্ষা করতে থাকে, অবশেষে কিয়ামতের দিন সে যখন আসবে তার মুখে এক টুকরো মাংসও থাকবে না।
كتاب الزكاة
عن بن عمر رضي الله عنهما قال: قال النبي صلى الله عليه وسلم ما يزال الرجل يسأل الناس حتى يأتي يوم القيامة وليس في وجهه مزعة لحم
তাহকীক:
হাদীস নং: ১২৬২
যাকাতের অধ্যায়
ভিক্ষার নিন্দা
(১২৬২) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি নিজের সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে মানুষদের কাছে তাদের সম্পদ চাইবে (ভিক্ষা করবে) সে প্রকৃতপক্ষে আগুনের অঙ্গার চাচ্ছে। অতএব সে কম করুক অথবা বেশী করুক ।
كتاب الزكاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من سأل الناس أموالهم تكثرا فإنما يسأل جمرا فليستقل أو ليستكثر
তাহকীক:
হাদীস নং: ১২৬৩
যাকাতের অধ্যায়
ভিক্ষার নিন্দা
(১২৬৩) যুবাইর ইবনুল আওআম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কারো জন্য উত্তম হল যে, সে নিজের দড়িটি নিয়ে বের হয়ে নিজের পিঠে খড়ির বোঝা বহন করে তা বাজারে বিক্রয় করবে; এভাবে আল্লাহ তার সম্মান রক্ষা করবেন। এভাবে করা তার জন্য উত্তম মানুষের কাছে চাওয়া বা ভিক্ষা করার চেয়ে, মানুষ দিতেও পারে নাও দিতে পারে ।
كتاب الزكاة
عن الزبير بن العوام رضي الله عنه مرفوعا: لأن يأخذ أحدكم حبله فيأتي بحزمة الحطب على ظهره فيبيعها فيكف الله بها وجهه خير له من أن يسأل الناس أعطوه أو منعوه
তাহকীক: