ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৬৭
বিনা-চাওয়ায় কাউকে কিছু প্রদান করা হলে
(১২৬৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উমার ইবনুল খাত্তাব রা.কে অনুদান-উপহার প্রদান করতেন। উমার রা. বলতেন, আমার চেয়েও যার বেশী প্রয়োজন তাকে প্রদান করুন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি এটি গ্রহণ করো, এর মালিক হয়ে সম্পদ ভোগ করো, অথবা তুমি তা দান করো। তোমার চাওয়া বা আগ্রহ ব্যতিরেকে যদি এই সম্পদের কিছু তোমার কাছে আসে তাহলে তা গ্রহণ করবে। আর যা আসবে না তার পেছনে তোমার মনকে ছোটাবে না।
عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يعطي عمر بن الخطاب رضي الله عنه العطاء فيقول له عمر أعطه أفقر إليه مني فقال له رسول الله صلى الله عليه وسلم خذه فتموله أو تصدق به وما جاءك من هذا المال وأنت غير مشرف ولا سائل فخذه وما لا فلا تتبعه نفسك

তাহকীক:
তাহকীক চলমান
