ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১১৯২
যাকাতের অধ্যায়
‘পাঁচ ওয়াসাকের কম সম্পদে যাকাত নেই’ হাদীসের অর্থ
(১১৯২) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পাঁচ উকিয়্যাহর (রৌপ্যের)১ কমে যাকাত নেই । এবং পাঁচটি উটের কমে যাকাত নেই । এবং পাঁচ ওয়াসাকের কমে (ফল-ফসলের)২ যাকাত নেই।
كتاب الزكاة
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: ليس فيما دون خمس أواق صدقة وليس فيما دون خمس ذود صدقة وليس فيما دون خمس أوسق صدقة
তাহকীক:
হাদীস নং: ১১৯৩
যাকাতের অধ্যায়
‘পাঁচ ওয়াসাকের কম সম্পদে যাকাত নেই’ হাদীসের অর্থ
(১১৯৩) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) 'আরিয়া' ব্যবসা পদ্ধতিতে শুকনো খেজুরের বিনিময়ে গাছের কাঁচাপাকা খেজুর ক্রয়বিক্রয় করার অনুমতি দিয়েছেন এক ওয়াসাক (প্রায় ১৯৮ কিলোগ্রাম), দুই ওয়াসাক, তিন ওয়াসাক ও চার ওয়াসাকের মধ্যে । এবং তিনি বলেন, প্রত্যেক দশ কাঁদির মধ্য থেকে এককাদি মসজিদের মধ্যে দরিদ্রদের জন্য রাখা হবে।
كتاب الزكاة
عن جابر بن عبد الله رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رخص في العرية في الوسق والوسقين والثلاثة والأربعة وقال في كل عشرة أقناء قنو يوضع في المسجد للمساكين
তাহকীক: