ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৯৪
স্বর্ণ ও রৌপ্যের যাকাতের নিসাব এবং নিসাবের মধ্যবর্তী সম্পদের যাকাত
(১১৯৪) আলী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমার ২০০ দিরহাম (রৌপ্যমুদ্রা: ৬০০ গ্রাম রূপা) থাকে এবং তাতে বছর পূর্ণ হয় তাহলে তাতে ৫ দিরহাম ( ২.৫% বা ১৫ গ্রাম রূপা) যাকাত ফরয হবে। স্বর্ণের ক্ষেত্রে তোমাকে কোনো যাকাত দিতে হবে না, যতক্ষণ না তুমি ২০ দীনারের মালিক হও। যখন তোমার নিকট ২০ দীনার (৮৫ গ্রাম স্বর্ণ) থাকে এবং তাতে বছর পূর্ণ হয় তাহলে তা থেকে অর্ধদীনার যাকাত প্রদান করতে হবে। এর বেশী যা হবে তা থেকে এই হিসাবে দিতে হবে।
عن علي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: فإذا كانت لك مائتا درهم وحال عليها الحول ففيها خمسة دراهم وليس عليك شيء يعني في الذهب حتى يكون لك عشرون دينارا فإذا كان لك عشرون دينارا وحال عليها الحول ففيها نصف دينار فما زاد فبحساب ذلك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১৯৫
স্বর্ণ ও রৌপ্যের যাকাতের নিসাব এবং নিসাবের মধ্যবর্তী সম্পদের যাকাত
(১১৯৫) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা একদশমাংশের একচতুর্থাংশ (২.৫%) প্রদান করবে। প্রত্যেক চল্লিশ দিরহাম থেকে এক দিরহাম। দুইশত দিরহাম পূর্ণ হওয়ার আগে তোমাদের উপর কোনো কিছুই ফরয নয়। দুইশত দিরহাম পূর্ণ হলে তাতে ৫ দিরহাম এর উপরে যা বাড়বে তাতে এই হিসাবে।
عن علي رضي الله عنه مرفوعا: هاتوا ربع العشور من كل أربعين درهما درهم وليس عليكم شيء حتى تتم مائتي درهم فإذا كانت مائتي درهم ففيها خمسة دراهم فما زاد فعلى حساب ذلك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা