ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৯১
যাকাত প্রদান না করার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্কীকরণ
(১১৯১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করবেন কিন্তু সে ব্যক্তি সেই সম্পদের যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তার সম্পদকে মাথায় দুইটি কালো ফোটা বিশিষ্ট বিষধর সাপে রূপান্তরিত করা হবে। এই সাপ তার গলায় পরিয়ে দেওয়া হবে । অতঃপর সাপটি তার গণ্ডদেশ কামড়ে ধরবে এবং বলবে, 'আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সংরক্ষিত ধনভাণ্ডার'। অতঃপর তিনি তিলাওয়াত করেন, 'আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তাদের জন্য তা মঙ্গল তা যেন তারা কিছুতেই মনে না করে…' ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني بشدقيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا: ولا يحسبن الذين يبخلون …. الايه

তাহকীক:
তাহকীক চলমান