ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৯০
যাকাত ফরয
(১১৯০) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক মুআয রা.কে ইয়ামানে প্রশাসক হিসাবে প্রেরণ করার ঘটনা বর্ণনার মধ্যে উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) মুআয রা.কে নির্দেশ দেন যে, (তিনি ইয়ামানবাসীদেরকে প্রথমে তাওহীদ এবং এরপর সালাতের দাওয়াত দিবেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন) এরপর তুমি তাদেরকে জানাবে যে, আল্লাহ তাদের উপর একটি দান (যাকাত) ফরয করেছেন, যা তাদের ধনীদের থেকে গ্রহণ করা হবে এবং তাদের দরিদ্রদের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে যদি তারা এ বিষয়ে তোমার আনুগত্য করে তাহলে খবরদার! (যাকাত হিসাবে) তাদের সর্বোত্তম সম্পদ গ্রহণ করা থেকে বিরত থাকবে। আর অত্যাচারিতের বদদুআ থেকে আত্মরক্ষা করবে (কাউকে অত্যাচার করবে না); কারণ তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই।
عن ابن عباس رضي الله عنه في حديث بعثه صلى الله عليه وسلم معاذاً رضي الله عنه إلى اليمن فذكر الحديث بطوله وفيه: قال له رسول الله صلى الله عليه وسلم: فأخبرهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإن هم أطاعوا لك بذلك فإياك وكرائم أموالهم واتق دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب

তাহকীক:
তাহকীক চলমান
