ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৭১
কবর যিয়ারত করা ও যিয়ারতের দুআ
(১১৭১) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা কবর যিয়ারত করতে পার।
عن بريدة رضي الله عنه مرفوعا: نهيتكم عن زيارة القبور فزوروها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১১৭২
কবর যিয়ারত করা ও যিয়ারতের দুআ
(১১৭২) আয়িশা রা. বলেন, হে আল্লাহর রাসূল, আমি কবর যিয়ারত করলে কবরবাসীদের জন্য কী বলব? তিনি বলেন, তুমি বলবে, 'মুমিন ও মুসলিম গৃহবাসীদের উপর সালাম, এবং আল্লাহ ক্ষমা করুন আমাদের মধ্যে যারা অগ্রগামী এবং আমাদের মধ্যে যারা পশ্চাতগামী, আর নিশ্চয় আমরা আল্লাহ চাইলে আপনাদের সাথে মিলিত হব'।
عن عائشة رضي الله عنها قالت: كيف أقول لهم يا رسول الله؟ قال قولي: السلام على أهل الديار من المؤمنين والمسلمين ويرحم الله المستقدمين منا والمستأخرين وإنا إن شاء الله بكم للاحقون.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১১৭৩
কবর যিয়ারত করা ও যিয়ারতের দুআ
(১১৭৩) বুরাইদা রা. বলেন, তারা যখন গোরস্থানে গমন করতেন তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে শিক্ষা দিতেন, ফলে তাদের মধ্যে যিনি বলেন তিনি বলতেন, 'মুমিন ও মুসলিম গৃহবাসীদের উপর সালাম এবং আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আমরা সম্মিলিত হব। আমি আল্লাহর কাছে আমাদের জন্য ও আপনাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি'।
عن بريدة رضي الله عنه: كان رسول الله صلى الله عليه وسلم يعلمهم إذا خرجوا إلى المقابر فكان قائلهم يقول: السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله للاحقون أسأل الله لنا ولكم العافية
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা