ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৭০
মৃতের পরিবারের জন্য খাদ্য তৈরী করা
(১১৭০) আব্দুল্লাহ ইবন জা'ফর রা. বলেন, (জা'ফর ইবন আবু তালিবের শাহাদতের খবর পেয়ে) রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাদ্য তৈরী করো; কারণ তারা এমন এক বিষয়ের (শোক) মধ্যে নিপতিত হয়েছে যা তাদেরকে ব্যস্ত রাখছে।
عن عبد الله بن جعفر رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: اصنعوا لآل جعفر طعاما فإنه قد أتاهم أمر يشغلهم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান