ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৭০
নামাযের অধ্যায়
মৃতের পরিবারের জন্য খাদ্য তৈরী করা
(১১৭০) আব্দুল্লাহ ইবন জা'ফর রা. বলেন, (জা'ফর ইবন আবু তালিবের শাহাদতের খবর পেয়ে) রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাদ্য তৈরী করো; কারণ তারা এমন এক বিষয়ের (শোক) মধ্যে নিপতিত হয়েছে যা তাদেরকে ব্যস্ত রাখছে।
كتاب الصلاة
عن عبد الله بن جعفر رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: اصنعوا لآل جعفر طعاما فإنه قد أتاهم أمر يشغلهم
tahqiq

তাহকীক: