ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১২৭
সালাতুল জানাযায় ইমামের দাঁড়ানোর স্থান
(১১২৭) সামুরা ইবন জুনদাব রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পিছে এক মহিলার সালাতুল জানাযা আদায় করি। মেয়েটি সন্তান প্রসব সংশ্লিষ্ট অসুস্থতায় মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ (ﷺ) তার জানাযার জন্য তার মধ্যবর্তী স্থানে দাঁড়ান।
عن سمرة بن جندب رضي الله عنه قال: صليت وراء النبي صلى الله عليه وسلم على امرأة ماتت في نفاسها فقام عليها وسطها

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১১২৮
সালাতুল জানাযায় ইমামের দাঁড়ানোর স্থান
(১১২৮) তাবিয়ি আবু গালিব বলেন, আমি আনাস ইবন মালিক রা.কে দেখলাম, তিনি একজন পুরুষের জানাযার সালাত আদায় করলেন। তিনি তখন মৃতের মাথার নিকট দাঁড়ালেন। যখন মৃতদেহটি নিয়ে যাওয়া হল তখন একজন মহিলার মৃতদেহ সেখানে আনয়ন করা হল। তখন তিনি তার জন্য সালাতুল জানাযা আদায় করলেন। তিনি মৃতদেহের মাঝখানে (আবু দাউদের বর্ণনায়: নিতম্ব সোজা) দাঁড়িয়ে সালাত আদায় করলেন।
عن نافع أبي غالب الخياط قال: شهدت أنس بن مالك رضي الله عنه صلى على جنازة رجل فقام عند رأسه فلما رفع أتي بجنازة امرأة... فصلى عليها فقام وسطها. وفي رواية أبي داود: فقام عند عجيزتها

তাহকীক:
তাহকীক চলমান