ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১২৬
কারো সন্তানের মৃত্যু হলে তার পুরস্কার
(১১২৬) আবু মুসা আশআরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন কোনো বান্দার সন্তানের মৃত্যু হয় তখন আল্লাহ তাঁর ফিরিশতাগণকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানকে নিয়ে নিয়েছ? তারা বলেন, হ্যাঁ। তখন তিনি বলেন, তোমরা তার হৃদয়ের ফলকে নিয়ে নিয়েছ? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, আমার বান্দা কী বলল? তারা বলেন, সে আপনার প্রশংসা করেছে এবং ‘ইন্না লিল্লাহি... পাঠ করেছে। তখন আল্লাহ বলেন, তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরী করো এবং বাড়িটির নাম রাখো ‘প্রশংসার বাড়ি'।
عن أبي موسى الأشعري رضي الله عنه مرفوعا: إذا مات ولد العبد قال الله لملائكته قبضتم ولد عبدي؟ فيقولون نعم فيقول قبضتم ثمرة فؤاده؟ فيقولون نعم فيقول ماذا قال عبدي؟ فيقولون حمدك واسترجع فيقول الله: ابنوا لعبدي بيتا في الجنة وسموه بيت الحمد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা