ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১২৪
শিশুর জন্য সালাতুল জানাযা
(১১২৪) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জন্মের পরে চিৎকার না করলে শিশুর জন্য সালাতুল জানাযা আদায় করা হবে না, সে উত্তরাধিকারী হবে না, কেউ তার উত্তরাধিকারী হবে না।
عن جابر رضي الله عنه مرفوعا: الطفل لا يصلى عليه ولا يرث ولا يورث حتى يستهل

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১২৫
শিশুর জন্য সালাতুল জানাযা
(১১২৫) তাবিয়ি হাসান বসরি বলেন, শিশুর জন্য সালাতুল জানাযায় সূরা ফাতিহা পাঠ করবে এবং বলবে, 'হে আল্লাহ, আপনি একে আমাদের জন্য (জান্নাতের দিকে) অগ্রবর্তী, অগ্রগামী ও পুরস্কার হিসাবে সংরক্ষিত করুন'।
عن الحسن قال: يقرأ على الطفل بفاتحة الكتاب ويقول: اللهم اجعله لنا فرطا وسلفا وأجرا

তাহকীক:
তাহকীক চলমান