ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১২৭
সালাতুল জানাযায় ইমামের দাঁড়ানোর স্থান
(১১২৭) সামুরা ইবন জুনদাব রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পিছে এক মহিলার সালাতুল জানাযা আদায় করি। মেয়েটি সন্তান প্রসব সংশ্লিষ্ট অসুস্থতায় মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ (ﷺ) তার জানাযার জন্য তার মধ্যবর্তী স্থানে দাঁড়ান।
عن سمرة بن جندب رضي الله عنه قال: صليت وراء النبي صلى الله عليه وسلم على امرأة ماتت في نفاسها فقام عليها وسطها

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, বুকই হচ্ছে মানবদেহের মধ্যবর্তী স্থান। কারণ এর উপরে রয়েছে মাথা ও দুইহাত এবং নিচে রয়েছে পেট ও দুইপা। বুকই হচ্ছে কালব বা হৃদয়ের স্থান, যার মধ্যে ঈমানের নূর। ইবনুল হুমাম উল্লেখ করেছেন যে, মুসনাদে আহমাদের একটি হাদীসে তাবিয়ি আবু গালিব বলেন, আমি আনাস রা.র পেছনে সালাতুল জানাযা আদায় করি। তিনি মৃতের বুক সোজা দাঁড়ান। এতে নারী ও পুরুষ সকলের ক্ষেত্রেই বুক সোজা দাঁড়ানোর কথা বোঝা যায়। হ্যাঁ, আনাস রা. বর্ণিত নিম্নের হাদীস থেকে পার্থক্য জানা যায়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১১২৭ | মুসলিম বাংলা