ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৮৩
বিপদগ্রস্থ ব্যক্তি কী বলবে
(১০৮৩) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোনো মুসলিম যদি কোনো বিপদাপদে আক্রান্ত হয় এবং তখন আল্লাহর তাকে যে নির্দেশ দিয়েছেন সেমতো সে বলে, 'নিশ্চয় আমরা আল্লাহর নিমিত্ত এবং নিশ্চয় আমরা তার দিকেই ফিরে যাব, হে আল্লাহ, আমাকে আমার এই বিপদের সাওয়াব ও পুরস্কার প্রদান করুন এবং আমাকে এর স্থলে এর থেকে উত্তম বিনিময় প্রদান করুন'; তাহলে আল্লাহ তাকে তার বিপদে হারানো বস্তুর স্থলে তার চেয়ে উত্তম বস্তু দান করবেন ।
عن أم سلمة رضي الله عنها مرفوعا: ما من مسلم تصيبه مصيبة فيقول ما أمره الله: إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها إلا أخلف الله له خيرا منها

তাহকীক:
তাহকীক চলমান
