ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০৮২
মৃতব্যক্তির চক্ষু বন্ধ করে দেওয়া, তার পরিজনকে ভালো কথা শেখানো এবং মৃতের জন্য দুআ করা
(১০৮২) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবু সালামার মৃতদেহের নিকট আগমন করেন। তার চোখ উন্মীলিত ছিল। তিনি চোখ বন্ধ করে দেন । অতঃপর বলেন, যখন রূহ গ্রহণ করা হয় তখন দৃষ্টি তার পিছে যায়। তখন আবু সালামার পরিবারের কিছু মানুষ কষ্ট-ব্যাথায় অস্থিরতা প্রকাশ করেন। রাসূলুল্লাহ (ﷺ) তখন বলেন, তোমরা তোমাদের বিষয়ে ভালো ছাড়া কোনো বদ-দুআ করবে না; কারণ তোমরা যা কিছু বলছ ফিরিশতাগণ তার সাথে আমীন' বলছেন। এরপর তিনি বলেন, 'হে আল্লাহ, আপনি আবু সালামাকে ক্ষমা করুন, এবং সুপথে পরিচালিতদের মধ্যে তার মর্যাদা সমুচ্চ করুন, এবং তার রেখে যাওয়া বংশধরদের মধ্যে আপনি তার প্রতিনিধিত্ব করুন, এবং আমাদেরকে এবং তাকে ক্ষমা করে দিন, হে জগৎসমূহের প্রতিপালক, এবং তার কবর প্রশস্ত করে দিন, এবং তার কবর আলোকিত করুন'।
عن أم سلمة رضي الله عنها قالت: دخل رسول الله صلى الله عليه وسلم على أبي سلمة وقد شق بصره فأغمضه ثم قال: إن الروح إذا قبض تبعه البصر فضج ناس من أهله فقال لا تدعوا على أنفسكم إلا بخير فإن الملائكة يؤمنون على ما تقولون ثم قال: اللهم اغفر لأبي سلمة وارفع درجته في المهديين واخلفه في عقبه في الغابرين واغفر لنا وله يا رب العالمين وافسح له في قبره ونور له فيه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা