ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০৬৮
ঘা, ক্ষত, ব্যাথা বা জ্বরে আক্রান্ত ব্যক্তির জন্য দুআ
(১০৬৮) আয়িশা রা. বলেন, কোনো মানুষ তার দেহের কোথাও কষ্ট পেলে অথবা তার দেহে ঘা বা ক্ষত হলে রাসূলুল্লাহ (ﷺ) নিজ আঙ্গুল এভাবে নিয়ে (শাহাদত আঙ্গুলি মাটিতে রেখে উঠিয়ে নিয়ে**) বলতেন, 'আল্লাহর নামে, আমাদের যমিনের মাটি, আমাদের একজনের থুতুর সাথে, যেন রোগমুক্তি লাভ করে আমাদের অসুস্থ ব্যক্তি, আমাদের প্রভুর অনুমতিক্রমে’।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان إذا اشتكى الإنسان الشيء منه أو كانت به قرحة أو جرح قال النبي صلى الله عليه وسلم بإصبعه هكذا: باسم الله تربة أرضنا بريقة بعضنا ليشفى سقيمنا بإذن ربنا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১০৬৯
ঘা, ক্ষত, ব্যাথা বা জ্বরে আক্রান্ত ব্যক্তির জন্য দুআ
(১০৬৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে শিক্ষা দিতেন যে, জ্বর হলে বা যে কোনো ব্যথাবেদনা-অসুস্থতায় যেন তারা বলেন, ‘মহান আল্লাহর নামে, আমি আশ্রয় গ্রহণ করছি মহামহিম আল্লাহর, রক্তভরপুর অস্থির শিরার অকল্যাণ থেকে এবং আগুণের উত্তাপের অকল্যাণ থেকে'।
عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يعلمهم من الحمى ومن الأوجاع كلها أن يقولوا: بسم الله الكبير أعوذ بالله العظيم من شر عرق نعار ومن شر حر النار
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান