ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০৬৩
রোগমুক্তির জন্য ঝাড়ফুঁক
(১০৬৩) সাবিত বুনানি বলেন, তিনি আনাস রা.কে বলেন, হে আবু হামযা, আমি রোগাক্রান্ত হয়েছি। তখন আনাস রা. বলেন, আমি কি তোমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর দুআ দিয়ে দুআ করে (ফুঁক দিয়ে) দেব না? সাবিত বলেন, হ্যাঁ, দিন। তখন আনাস রা. বলেন, 'হে আল্লাহ, মানবকুলের প্রভু, রোগকষ্ট দূরকারী, আপনি রোগমুক্তি দান করুন, আপনিই রোগমুক্তি প্রদানকারী । আপনি ছাড়া কোনো রোগমুক্তি দানকারী নেই। আপনি সকল প্রকার অসুস্থতামুক্ত সুস্থতা প্রদান করুন'।
عن ثابت البناني أنه قال لأنس رضي الله عنه: يا أبا حمزة اشتكيت فقال أنس أفلا أرقيك برقية رسول الله صلى الله عليه وسلم قال بلى قال: اللهم رب الناس مذهب الباس اشف أنت الشافي لا شافي إلا أنت شفاء لا يغادر سقما
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১০৬৪
রোগমুক্তির জন্য ঝাড়ফুঁক
(১০৬৪) আবু সায়ীদ খুদরি রা. বলেন, জিবরাঈল আ. রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলেন, হে মুহাম্মাদ, আপনি কি অসুস্থ? তিনি বলেন, হ্যাঁ। তখন জিবরাঈল বলেন, 'আমি আল্লাহর নামে আপনাকে ফুঁক দিচ্ছি, আপনাকে কষ্টদানকারী সকল বস্তু থেকে, সকল আত্মা এবং সকল হিংসুক চক্ষুর অকল্যাণ ও ক্ষতি থেকে আল্লাহ আপনাকে সুস্থতা প্রদান করেন । আমি আল্লাহর নামে আপনাকে ফুঁক দিচ্ছি'।
عن أبي سعيد رضي الله عنه أن جبريل أتى النبي صلى الله عليه وسلم فقال: يا محمد اشتكيت فقال نعم قال: باسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك باسم الله أرقيك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১০৬৫
রোগমুক্তির জন্য ঝাড়ফুঁক
(১০৬৫) উসমান ইবন আবুল আস সাকাফি রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে নিজের কষ্টের কথা জানিয়ে বলেন যে, তিনি ইসলাম গ্রহণের সময় থেকে তার দেহে একটি বেদনা অনুভব করছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তোমার দেহের যে স্থানে ব্যাথা সেই স্থানের উপরে তোমার হাত রাখবে এবং তিনবার 'বিসমিল্লাহ' (আল্লাহর নামে) বলবে । এবং সাতবার বলবে, 'আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর এবং তাঁর ক্ষমতার, আমি যা অনুভব করছি এবং যা ভয় পাচ্ছি তার অকল্যাণ ও ক্ষতি থেকে’ ।
عن عثمان بن أبي العاص الثقفي رضي الله عنه أنه شكا إلى رسول الله صلى الله عليه وسلم وجعا يجده في جسده منذ أسلم فقال له رسول الله صلى الله عليه وسلم: ضع يدك على الذي تألم من جسدك وقل: باسم الله ثلاثاً وقل سبع مرات: أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১০৬৬
রোগমুক্তির জন্য ঝাড়ফুঁক
(১০৬৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পরিবারের কেউ অসুস্থ হলে 'আউযু...' সূরাগুলো (সূরা ফালাক ও নাস) দ্বারা তাকে ফুঁক দিতেন।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا مرض أحد من أهله نفث عليه بالمعوذات
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১০৬৭
রোগমুক্তির জন্য ঝাড়ফুঁক
(১০৬৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ এমন কোনো অসুস্থ মানুষকে দেখতে যায় যার মৃত্যুর মুহূর্ত উপস্থিত হয় নি এবং তার কাছে সে সাতবার বলে, 'আমি প্রার্থনা করছি মহান আরশের প্রভু মহামহিম আল্লাহর কাছে যেন তিনি তোমাকে রোগমুক্তি দান করেন', তাহলে অবশ্যই আল্লাহ তাকে সেই রোগ থেকে সুস্থতা প্রদান করবেন।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من عاد مريضا لم يحضر أجله فقال عنده سبع مرار: أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك إلا عافاه الله من ذلك المرض
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা