ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৫৭
মৃত্যু কামনা নিষিদ্ধ
(১০৫৭) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন কখনো তার উপর অবতীর্ণ কোনো বিপদ-কষ্টের কারণে মৃত্যু কামনা না করে । যদি একান্তই মৃত্যু কামনা করতে হয় তাহলে সে বলবে, 'হে আল্লাহ, যতক্ষণ আমার জন্য জীবন কল্যাণময় থাকবে ততক্ষণ আমাকে জীবিত রাখুন এবং যখন আমার জন্য মৃত্যু অধিকতর মঙ্গলময় হবে তখন আমাকে মৃত্যু দান করুন'।
عن أنس رضي الله عنه مرفوعا: لا يتمنين أحدكم الموت لضر نزل به فإن كان لا بد متمنيا فليقل: اللهم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي

তাহকীক:
তাহকীক চলমান
