ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১০৫৮
নামাযের অধ্যায়
চিকিৎসার নির্দেশ
(১০৫৮) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক রোগেরই ঔষধ আছে। যদি কোনো রোগে সঠিক ঔষুধ প্রদত্ত হয় তাহলে আল্লাহর অনুমতিতে রোগমুক্তি লাভ হয়।
كتاب الصلاة
عن جابر رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: لكل داء دواء فإذا أصيب دواء الداء برأ بإذن الله
তাহকীক:
হাদীস নং: ১০৫৯
নামাযের অধ্যায়
চিকিৎসার নির্দেশ
(১০৫৯) উসামা ইবন শারীক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহিমাময় পরাক্রমশালী আল্লাহ যত রোগ অবতীর্ণ করেছেন প্রত্যেক রোগের সাথে রোগমুক্তি অবতীর্ণ করেছেন, মৃত্যু ও বার্ধক্য ছাড়া।
كتاب الصلاة
عن أسامة بن شريك رضي الله عنه مرفوعا: تداووا عباد الله فإن الله عز وجل لم ينزل داء إلا أنزل معه شفاء إلا الموت والهرم
তাহকীক: