ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০৫৫
বিপদাপদের সাওয়াব
(১০৫৫) সা'দ ইবন আবী ওয়াক্কাস রা. বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, মানুষদের মধ্যে কার বিপদ-পরীক্ষা সবচেয়ে কঠিন? তিনি বলেন, নবীগণ। এরপর যারা কাছাকাছি মর্যাদার। এরপর যারা কাছাকাছি মর্যাদার। প্রত্যেক ব্যক্তি তার দ্বীনের দৃঢ়তা অনুসারে বিপদ সমস্যার মাধ্যমে পরীক্ষিত হয়। যদি তার দ্বীন সুদৃঢ় হয় তাহলে তার বিপদ-পরীক্ষাও কঠিন হয়। আর যদি তার দ্বীনের মধ্যে দুর্বলতা থাকে তাহলে সে তার দ্বীনের অবস্থা অনুসারে বিপদ-পরীক্ষায় নিপতিত হয়। এভাবে বান্দা অনবরত বিপদ-পরীক্ষার মধ্যে থাকে। অবশেষে বিপদ পরীক্ষা তাকে এমন বানিয়ে দেয় যে, সে পাপহীনভাবে যমিনের উপরে চলাফেরা করতে থাকে।
عن سعد رضي الله عنه قال: قلت يا رسول الله أي الناس أشد بلاء؟ قال: الأنبياء ثم الأمثل فالأمثل فيبتلى الرجل على حسب دينه فإن كان دينه صلبا اشتد بلاؤه وإن كان في دينه رقة ابتلي على حسب دينه فما يبرح البلاء بالعبد حتى يتركه يمشي على الأرض ما عليه خطيئة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১০৫৬
বিপদাপদের সাওয়াব
(১০৫৬) শাদ্দাদ ইবন আউস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহান আল্লাহ বলেন, আমার কোনো মুমিন বান্দাকে যদি আমি বিপদ-কষ্টে ফেলি এবং তখন সে আমার দেওয়া বিপদের কারণে আমার প্রশংসা করে তাহলে সে তার শয্যা থেকে নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে উঠে। আর মহামহিমাময় প্রভু বলেন, আমি আমার বান্দাকে বেঁধে রেখেছি এবং তাকে বিপদগ্রস্থ করেছি। সে সুস্থ থাকা অবস্থায় তোমরা তার জন্য যে সাওয়াব লিখতে এখনও সেইরূপ সাওয়াব লিখতে থাকো।
عن شداد بن أوس رضي الله عنه مرفوعا: إن الله عز وجل يقول إني إذا ابتليت عبدا من عبادي مؤمنا فحمدني على ما ابتليته فإنه يقوم من مضجعه ذلك كيوم ولدته أمه من الخطايا ويقول الرب عز وجل أنا قيدت عبدي وابتليته وأجروا له كما كنتم تجرون له وهو صحيح
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান