ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০৫৩
অচেতন ব্যক্তির সালাত
(১০৫৩) নাফি’ বলেন, আব্দুল্লাহ ইবন উমার রা. একদিন ও একরাত্রি অচেতন হয়ে থাকেন। এরপর তার চেতনা ফিরে আসে। তখন তিনি সেই দিন-রাতের ছুটে যাওয়া সালাতগুলো কাযা করেন না। বরং তিনি যখন থেকে চেতনা ফিরল তারপর থেকে সালাত শুরু করেন।
عن نافع قال: أغمي على عبد الله بن عمر رضي الله عنهما يوما وليلة فأفاق فلم يقض ما فاته واستقبل
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১০৫৪
অচেতন ব্যক্তির সালাত
(১০৫৪) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি একদিন একরাত অচেতন থাকা ব্যক্তির বিষয়ে বলেন, সে সালাত কাযা করবে।
عن ابن عمر رضي الله عنهما في المغمى عليه يوما وليلة قال : يقضي
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা