ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৫৪
অচেতন ব্যক্তির সালাত
(১০৫৪) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি একদিন একরাত অচেতন থাকা ব্যক্তির বিষয়ে বলেন, সে সালাত কাযা করবে।
عن ابن عمر رضي الله عنهما في المغمى عليه يوما وليلة قال : يقضي

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এর ব্যাখ্যা হল, পাঁচ ওয়াক্তের বেশি হলে। আল্লাহই ভালো জানেন
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৫৪ | মুসলিম বাংলা