ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৫৩
অচেতন ব্যক্তির সালাত
(১০৫৩) নাফি’ বলেন, আব্দুল্লাহ ইবন উমার রা. একদিন ও একরাত্রি অচেতন হয়ে থাকেন। এরপর তার চেতনা ফিরে আসে। তখন তিনি সেই দিন-রাতের ছুটে যাওয়া সালাতগুলো কাযা করেন না। বরং তিনি যখন থেকে চেতনা ফিরল তারপর থেকে সালাত শুরু করেন।
عن نافع قال: أغمي على عبد الله بن عمر رضي الله عنهما يوما وليلة فأفاق فلم يقض ما فاته واستقبل

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটি দারাকুতনি সঙ্কলিত করেছেন। তার বর্ণনায়: ‘দুই দিনের বেশি অচেতন থাকেন'। অন্য বর্ণনায়: 'তিনদিন ও তিনরাত্রি অচেতন থাকেন'। আব্দুর রাযযাকের বর্ণনায় তিনি একমাস অচেতন থাকেন'। মালিকের বর্ণনায়: ‘ইবন উমার অচেতন হয়ে পড়েন। পরে তার হুশ হলে ছুটে যাওয়া সালাত আদায় করেন নি'।
tahqiqতাহকীক:তাহকীক চলমান