ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১০৪৬
রাসূলুল্লাহ (ﷺ) এর যুগের পরেও ভীতিকালীন সালাত বৈধ
(১০৪৬) সা'লাবা ইবন যাহদাম বলেন, আমরা তাবারিস্তানে সায়ীদ ইবনুল আসের সাথে (এক যুদ্ধক্ষেত্রে) ছিলাম। তখন তিনি দাঁড়িয়ে বললেন, আপনাদের মধ্যে কে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ভীতিকালীন সালাত আদায় করেছেন? তখন হুযাইফা রা. বলেন, আমি। তখন তিনি সবাইকে নিয়ে ভীতিকালীন সালাত আদায় করেন।
عن ثعلبة بن زهدم قال: كنا مع سعيد بن العاص رضي الله عنه بطبرستان فقام فقال أيكم صلى مع رسول الله صلى الله عليه وسلم صلاة الخوف فقال حذيفة رضي الله عنه أنا فصلى...
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান