ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৪৪
ভীতিকালীন সালাতের পদ্ধতি
(১০৪৪) নাফি' বলেন, আব্দুল্লাহ ইবন উমার রা.কে সালাতুল খাওফ বা ভীতিকালীন সালাত সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলতেন, ইমাম ও তার সাথে উপস্থিত মানুষদের একটি দল এগিয়ে যাবে। ইমাম তাদেরকে নিয়ে এক রাকআত সালাত আদায় করবে। অন্য একটি দল তখন সালাত আদায় না করে ইমাম ও শত্রুদের মাঝে অবস্থান করবে। যখন প্রথম দলটি ইমামের সাথে প্রথম রাকআত সালাত আদায় করবে তখন তারা পিছিয়ে গিয়ে যারা সালাত আদায় করে নি তাদের স্থানে দাঁড়াবে এবং তারা সালাম ফেরাবে না। যারা সালাত আদায় করে নি তার এগিয়ে এসে ইমামের সাথে এক রাকআত আদায় করবে অতঃপর ইমাম সালাত শেষ করবে; কারণ সে দুই রাকআত সালাত আদায় সম্পূর্ণ করেছে। তখন ইমামের সালাত শেষ করার পরে দুইটি দলের প্রত্যেক দল নিজেদের মতো এক রাকআত আদায় করবে। এভাবে উভয় দলই দুই রাকআত করে আদায় করতে পারবে। আর যদি ভয় এর চেয়ে বেশী হয় তাহলে তার পায়ের উপর দাঁড়িয়ে অথবা বাহনে আরোহন করে, কিবলামুখি হয়ে অথবা অন্য কোনো দিকে মুখ করে সালাত আদায় করবে । নাফি' বলতেন, আমি মনে করি, আব্দুল্লাহ ইবন উমার রা. এই হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) থেকেই বলতেন।
عن نافع أن عبد الله بن عمر رضي الله عنهما كان إذا سئل عن صلاة الخوف قال: يتقدم الإمام وطائفة من الناس فيصلي بهم الإمام ركعة وتكون طائفة منهم بينه وبين العدو لم يصلوا فإذا صلى الذين معه ركعة إستأخروا مكان الذين لم يصلوا ولا يسلمون ويتقدم الذين لم يصلوا فيصلون معه ركعة ثم ينصرف الإمام وقد صلى ركعتين فتقوم كل واحدة من الطائفتين فيصلون لأنفسهم ركعة ركعة بعد أن ينصرف الإمام فيكون كل واحدة من الطائفتين قد صلوا ركعتين فإن كان خوفا هو أشد من ذلك صلوا رجالا قياما على أقدامهم أو ركبانا مستقبلي القبلة أو غير مستقبليها قال نافع: لا أرى عبد الله بن عمر حدثه إلا عن رسول الله صلى الله عليه وسلم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৪৫
ভীতিকালীন সালাতের পদ্ধতি
(১০৪৫) জাবির রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে গমন করছিলাম। আমরা যখন ‘যাতুর রিকা' নামক স্থানে পৌঁছালাম... তখন সালাতের জন্য আহ্বান করা হল (আযান দেওয়া হল)। তখন রাসূলুল্লাহ (ﷺ) একদল মানুষকে নিয়ে দুই রাকআত সালাত আদায় করলেন। এরপর এই দলটি পিছিয়ে আসল এবং তিনি অপর দলকে নিয়ে দুই রাকআত সালাত আদায় করলেন। এভাবে রাসূলুল্লাহ (ﷺ) চার রাকআত সালাত আদায় করলেন এবং বাকি মানুষেরা দুই রাকআত করে আদায় করেন।
عن جابر رضي الله عنه قال: أقبلنا مع رسول الله صلى الله عليه وسلم حتى إذا كنا بذات الرقاع... فنودي بالصلاة فصلى بطائفة ركعتين ثم تأخروا وصلى بالطائفة الأخرى ركعتين قال: فكانت لرسول الله صلى الله عليه وسلم أربع ركعات وللقوم ركعتان

তাহকীক:
তাহকীক চলমান
