ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৪৭
যুদ্ধের প্রচণ্ডতা বৃদ্ধি পেলে করণীয়
(১০৪৭) আনাস ইবন মালিক রা. বলেন, আমি তুসতার দুর্গ অধিকারের যুদ্ধে উপস্থিত ছিলাম। যুদ্ধ শুরু হল প্রভাতের উন্মেষের সময় এবং যুদ্ধ প্রচণ্ডরূপ ধারণ করে। ফলে যুদ্ধরত মুসলিম বাহিনী সূর্যোদয়ের পরেও অনেক সময় পর্যন্ত ফজরের সালাত আদায় করতে পারেন না। দিনের কিছু সময় অতিক্রান্ত হওয়া পরে আমরা সালাতুল ফজর আদায় করি।
عن أنس بن مالك رضي الله عنه قال: حضرت عند مناهضة حصن تسترعند إضاءة الفجر واشتد اشتعال القتال فلم يقدروا على الصلاة فلم تصل إلا بعد ارتفاع النّهار فصليناها

তাহকীক:
তাহকীক চলমান