ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৯৭
দুই ঈদের পূর্বে খাদ্য গ্রহণ
(৯৯৭) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। অন্য বর্ণনায়: ‘এবং তিনি তা বেজোড় সংখ্যায় খেতেন ।
عن أنس بن مالك رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات. وفي لفظ: ويأكلهن وترا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯৯৮
দুই ঈদের পূর্বে খাদ্য গ্রহণ
(৯৯৮) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতরের দিনে খাদ্য গ্রহণ না করে বের হতেন না। আর তিনি ঈদুল আযহার দিনে ফিরে আসার আগে কিছুই খেতেন না। ফিরে এসে তার কুরবানীর পর গোশত থেকে ভক্ষণ করতেন।
عن بريدة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان لا يخرج يوم الفطر حتى يطعم وكان لا يأكل يوم النحر شيئا حتى يرجع فيأكل من أضحيته... لا يطعم يوم الأضحى حتى يصلي

তাহকীক:
তাহকীক চলমান
