ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৯৬
দুই ঈদের দিনের মর্যাদা
(৯৯৬) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মদীনায় আগমন করলেন তখন মদীনাবাসীদের খেলাধুলা আনন্দ-উৎসবের দুইটি দিন ছিল। তিনি বলেন, এই দিন দুইটির পরিচয় কী? তারা বলেন, আমরা জাহিলি যুগ থেকে এই দিন দুইটিতে খেলাধুলা-উৎসব করে থাকি তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ তোমাদেরকে এই দিন দুইটির পরিবর্তে আরো ভালো দুইটি দিন দান করেছেন: ঈদুল আযহার দিন এবং ঈদুল ফিতরের দিন।
عن أنس رضي الله عنه قال: قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال: ما هذان اليومان؟ قالوا كنا نلعب فيهما الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم: إن الله قد أبدلكم بهما خيرا في منهما يوم الأضحى ويوم الفطر

তাহকীক:
তাহকীক চলমান
