ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৯৫
জুমুআর দিনের মর্যাদা, এই দিনে দরূদ পাঠের মর্যাদা এবং নবীগণের দেহের মর্যাদা
(৯৯৫) আউস ইবন আউস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের সর্বোত্তম দিনগুলোর মধ্যে অন্যতম দিন হল শুক্রবার। এই দিনেই আদম আ.কে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনেই তাঁর মৃত্যু হয়েছে। এই দিনেই প্রলয়ের ফুৎকার দেওয়া হবে এবং এই দিনেই প্রলয়ের অচৈতন্য। কাজেই, (এই দিনে) তোমরা আমার উপর বেশী করে সালাত (দরূদ) পাঠ করবে, কারণ তোমাদের সালাত আমার কাছে পেশ করা হবে। সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো (কবরের মাটিতে) বিলুপ্ত হয়ে যাবেন বা বিচূর্ণ হয়ে যাবেন, কীভাবে তখন আমাদের দরূদ আপনার নিকট পেশ করা হবে? তিনি বলেন, মহান আল্লাহ মাটির জন্য নিষিদ্ধ করেছেন যে, সে নবীদের দেহ ভক্ষণ করবে।
عن أوس بن أوس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم عليه السلام وفيه قبض وفيه النفخة وفيه الصعقة فأكثروا علي من الصلاة فإن صلاتكم معروضة علي. قالوا يا رسول الله وكيف تعرض صلاتنا عليك وقد أرمت؟ أي يقولون قد بليت قال: إنّ الله عز وجل قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء عليهم السلام
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান