ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৯৪
জুমুআর দিনের দুআ কবুলের সময়
(৯৯৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমুআর দিনের কথা উল্লেখ করে বলেন, এই দিনে এমন একটি সময় আছে যে সময়ে কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে সালাত আদায়ে রত অবস্থায় আল্লাহর নিকট কিছু প্রার্থনা করলে আল্লাহ তাকে তা প্রদান করবেন। আর তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বোঝান যে, এরূপ মানুষ কম পাওয়া যায়।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم ذكر يوم الجمعة فقال: فيه ساعة لا يوافقها عبد مسلم وهو قائم يصلي يسأل الله تعالى شيئا إلا أعطاه إياه وأشار بيده يقللها
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা