ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৫০
যাদের উপর জুমআর সালাত ফরয নয়
(৯৫০) কাইস ইবন মুসলিম নামক একজন তাবি’-তাবিয়ি বলেন, তারিক ইবন শিহাব রা. বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সালাতুল জুমুআ দায়িত্ব এবং আবশ্যকীয় প্রত্যেক মুসলিমের জন্য। ব্যতিক্রম শুধুমাত্র চারব্যক্তি: ক্রীতদাস, মহিলা, শিশু ও অসুস্থ ব্যক্তি।
عن قيس بن مسلم عن طارق بن شهاب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الجمعة حق واجب على كل مسلم في جماعة إلا أربعة عبد مملوك أو امرأة أو صبي أو مريض
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান