ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৪৯
জুমুআর জন্য জামাআত
(৯৪৯) উম্মু আব্দুল্লাহ দাওসিয়্যা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক জনপদের অধিবাসীদের উপর জুমুআ অত্যাবশ্যকীয়, যদিও সেই জনপদে চারব্যক্তি ছাড়া কেউ না থাকে। (তিনি) 'জনপদ' বলতে শহর বুঝিয়েছেন।
عن أم عبد الله الدوسية رضي الله عنها قالت : قال رسول الله صلى الله عليه وسلم: الجمعة واجبة على كل قرية وإن لم يكن فيها إلا أربعة يعني بالقرى المدائن

তাহকীক:
তাহকীক চলমান