ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৪৮
জুমুআর সালাতের জন্য ইমাম বা রাষ্ট্রপ্রধানের প্রয়োজন
(৯৪৮) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন আমাদের উদ্দেশ্যে খুতবা বা বক্তৃতা প্রদান করেন। তিনি বলেন, আমার এই দাঁড়ানোর স্থানে, এই সময়ে, এই মাসে এবং এই বছরে আল্লাহ তোমাদের উপর কিয়ামত পর্যন্ত জুমুআর সালাত ফরয করেছেন। যে ব্যক্তি ওযর ছাড়া ন্যায়পরায়ণ শাসক বা যালিম শাসক কারো সাথে জুমুআর সালাত পরিত্যাগ করবে, আল্লাহ তার বিচ্ছিন্ন অবস্থা একত্র করবেন না, তার কর্মে বরকত দিবেন না, তার কোনো হজ্জ হবে না, তার কোনো নেক কাজ হবে না এবং তার কোনো দান হবে না।
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: خطبنا النبي صلى الله عليه وسلم ذات يوم فقال: إن الله كتب عليكم الجمعة في مقامي هذا في ساعتي هذه في شهري هذا في عامي هذا إلى يوم القيامة من تركها من غير عذر مع إمام عادل أو إمام جائر فلا جمع الله له شمله ولا بورك له في أمره ألا ولا صلاة له ألا ولا حج له ألا ولا بر له ألا ولا صدقة له
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান