ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৫১
জুমুআর দিনে সফর করা
(৯৫১) উমার রা. বলেন, জুমুআর সালাত সফর আটকায় না,যতক্ষণ না দ্বিপ্রহর এসে যায়’ । অন্য বর্ণনায়: ...‘যতক্ষণ না জুমুআর ওয়াক্ত এসে যায়'।
عن عمر رضي الله عنه قال: إن الجمعة لا تحبس عن سفر... ما لم يجئ الرواح... ما لم يحضر وقتها

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৯৫২
জুমুআর দিনে সফর করা
(৯৫২) তাবিয়ি ইবন শিহাব যুহরি (১২৪ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমুআর দিনে প্রাতকালে (দুপুরের পূর্বে) জুমুআর সালাতের পূর্বে মুসাফিররূপে বেরিয়ে পড়েন।
عن الزهري قال: خرج رسول الله صلى الله عليه وسلم مسافرا يوم الجمعة ضحى قبل الصلاة

তাহকীক:
তাহকীক চলমান