ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯৫১
নামাযের অধ্যায়
জুমুআর দিনে সফর করা
(৯৫১) উমার রা. বলেন, জুমুআর সালাত সফর আটকায় না,যতক্ষণ না দ্বিপ্রহর এসে যায়’ । অন্য বর্ণনায়: ...‘যতক্ষণ না জুমুআর ওয়াক্ত এসে যায়'।
كتاب الصلاة
عن عمر رضي الله عنه قال: إن الجمعة لا تحبس عن سفر... ما لم يجئ الرواح... ما لم يحضر وقتها
হাদীস নং: ৯৫২
নামাযের অধ্যায়
জুমুআর দিনে সফর করা
(৯৫২) তাবিয়ি ইবন শিহাব যুহরি (১২৪ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমুআর দিনে প্রাতকালে (দুপুরের পূর্বে) জুমুআর সালাতের পূর্বে মুসাফিররূপে বেরিয়ে পড়েন।
كتاب الصلاة
عن الزهري قال: خرج رسول الله صلى الله عليه وسلم مسافرا يوم الجمعة ضحى قبل الصلاة
tahqiq

তাহকীক: