ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯০২
সাহ্উ বা ভুলের সাজদার পরে তাশাহহুদ পাঠ
(৯০২) ইমরান ইবন হুসাইন রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে সালাত আদায় করান এবং তাতে তিনি ভুল করেন । তখন তিনি দুইটি সাজদা করেন। অতঃপর তিনি তাশাহহুদ পাঠ করেন এবং এরপর সালাম ফেরান।
عن عمران بن حصين رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى بهم فسها فسجد سجدتين ثم تشهد ثم سلّم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান