ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯০০
সাহ্উ বা ভুলের সাজদার পদ্ধতি
(৯০০) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কেউ সালাতের মধ্যে বুঝতে না পারে যে সে তিন রাকআত পড়েছে না চার রাকআত, তাহলে সে সঠিক বিষয় কী তা মনে করার চেষ্টা করবে এবং সালাত পূর্ণ করবে। অতঃপর সে সালাম বলবে । এরপর সে সাহ্ বা ভুলের জন্য দুইটি সাজদা করবে, তাশাহুদ পাঠ করবে এবং সালাম বলবে।
عن عبد الله رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا صلى أحدكم فلم يدر أثلاثا صلى أم أربعا؟ فلينظر أحرى ذلك إلى الصواب فليتمه ثم ليسلم ثم ليسجد سجدتي السهو ويتشهد ويسلم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯০১
সাহ্উ বা ভুলের সাজদার পদ্ধতি
(৯০১) সাওবান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক ভুলের জন্য দুইটি সাজদা সালামের পরে।
عن ثوبان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لكل سهو سجدتان بعد ما يسلم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান