ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৭০
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে সাপ, বিচ্ছু ও উকুন মারা
(৭৭০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে সাপ ও বিচ্ছু মারার নির্দেশ দিয়েছেন।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه قال: أمر رسول الله صلى الله عليه وسلم بقتل الأسودين في الصلاة الحية والعقرب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৭১
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে সাপ, বিচ্ছু ও উকুন মারা
(৭৭১) ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি সালাতের মধ্যে একটি উকুন ধরে তাকে মাটির মধ্যে পুতে রাখেন।
كتاب الصلاة
عن ابن مسعود رضي الله عنه: أنه أخذ قملة في الصلاة فدفنها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৭২
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে সাপ, বিচ্ছু ও উকুন মারা
(৭৭২) উমার রা. থেকে বর্ণিত, তিনি সালাতের মধ্যে উকুন মারতেন, এমনকি তার হাতে উকুনের রক্ত দেখা যেত।
كتاب الصلاة
عن عمر رضي الله عنه أنه كان يقتل القملة في الصلاة حتى يظهر دمها على يده
tahqiq

তাহকীক: