ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৭৬৮
নামাযের অধ্যায়
তাসবীহ ব্যবহার ও মাটি, চাটাই ও চাদরের উপর সালাত আদায়
(৭৬৮) আলী রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর নামে বর্ণিত, ‘তাসবীহ' উত্তম স্মারক। আর মাটি বা মাটি যা জন্ম দেয় তার উপরে সাজদা করাই সবচেয়ে উত্তম।
كتاب الصلاة
عن علي رضي الله عنه مرفوعا: نعم المذكر السبحة وإنّ أفضل ما تسجد عليه الأرض وما أنبتته الأرض
তাহকীক:
হাদীস নং: ৭৬৯
নামাযের অধ্যায়
তাসবীহ ব্যবহার ও মাটি, চাটাই ও চাদরের উপর সালাত আদায়
(৭৬৯) ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি কখনোই ভূপৃষ্ঠ ছাড়া অন্য কিছুর উপরে সালাত আদায় করতেন না এবং ভূপৃষ্ঠ ছাড়া অন্য কিছুর উপরে সাজদা করতেন না। (তিনি সালাতের জন্য বিছানা, চাদর, পাটি বা অন্য কিছু ব্যবহার করতেন না)।
كتاب الصلاة
عن ابن مسعود رضي الله عنه: كان لا يصلي ولا يسجد إلا على الأرض
তাহকীক: