ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৭৩
মসজিদ তৈরী করার ফযীলত
(৭৭৩) উসমান রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটি মসজিদ তৈরী করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ বাড়ি তৈরী করবেন । মুসলিমের এক বর্ণনায়: 'আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরী করবেন'।
عن عثمان بن عفان رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من بنى مسجدا يبتغي به وجه الله بنى الله له مثله في الجنة... بنى الله له بيتا في الجنة

তাহকীক:
তাহকীক চলমান