ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৫৬
সালাতের মধ্যে পায়ের গোড়ালির উপরে বা নিতম্বের উপরে বসা
(৭৫৬) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে পায়ের গোড়ালিদ্বয় খাড়া করে তার উপর বসতে এবং নিতম্ব মাটিতে রেখে বসতে নিষেধ করেছেন।
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: نهى عن الإقعاء والتورك في الصلاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৭৫৭
সালাতের মধ্যে পায়ের গোড়ালির উপরে বা নিতম্বের উপরে বসা
(৭৫৭) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি দুই সাজদার মাঝে পায়ের গোড়ালিদ্বয় খাড়া করে বা দুইহাঁটু উচু করে বসবে না ।
عن علي رضي الله عنه مرفوعا : لا تقع بين السجدتين
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৭৫৮
সালাতের মধ্যে পায়ের গোড়ালির উপরে বা নিতম্বের উপরে বসা
(৭৫৮) ইবন মাসউদ রা. বলেন, কোনো মানুষের জন্য দুইটি উত্তপ্ত পাথরের উপর বসা সালাতের মধ্যে চারজানু হয়ে বসার চেয়ে উত্তম।
عن عبد الله رضي الله عنه: لأن يجلس الرجل على الرضفتين خير من أن يجلس في الصلاة متربعا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৭৫৯
সালাতের মধ্যে পায়ের গোড়ালির উপরে বা নিতম্বের উপরে বসা
(৭৫৯) আয়িশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে চারজানু হয়ে বসে সালাত আদায় করতে দেখেছি।
عن عائشة رضي الله عنها قالت: رأيت النبي صلى الله عليه وسلم يصلي متربعا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান