ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৬০
সালাতের মধ্যে অঙ্গ-প্রত্যঙ্গ প্রশান্ত ও স্থির রাখা
(৭৬০) আবু বাকর সিদ্দীক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়াবে তখন তার অঙ্গ-প্রত্যঙ্গগুলো যেন শান্ত ও স্থির থাকে। ইয়াহুদিরা যেভাবে দেহ দোলায় সেভাবে সে যেন নড়াচড়া না করে বা দেহ না দোলায়।
عن أبي بكر رضي الله عنه مرفوعا: إذا قام أحدكم في صلاته فليسكن أطرافه ولا يتميل كما تميل اليهود

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭৬১
সালাতের মধ্যে অঙ্গ-প্রত্যঙ্গ প্রশান্ত ও স্থির রাখা
(৭৬১) জাবির ইবন সামুরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সালাতের মধ্যে শান্ত থাকবে।
عن جابر بن سمرة رضي الله عنه مرفوعا: اسكنوا في الصلاة

তাহকীক:
তাহকীক চলমান