ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৫৮
সালাতের মধ্যে পায়ের গোড়ালির উপরে বা নিতম্বের উপরে বসা
(৭৫৮) ইবন মাসউদ রা. বলেন, কোনো মানুষের জন্য দুইটি উত্তপ্ত পাথরের উপর বসা সালাতের মধ্যে চারজানু হয়ে বসার চেয়ে উত্তম।
عن عبد الله رضي الله عنه: لأن يجلس الرجل على الرضفتين خير من أن يجلس في الصلاة متربعا

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, যদি কোনো ওযর না থাকে তাহলে চারজানু হয়ে বসা অপছন্দনীয়। ওযর বা অসুবিধা থাকলে এভাবে বসতে কোনো আপত্তি নেই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৭৫৮ | মুসলিম বাংলা