ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭১০
ইমামের লোকমা দেওয়া
(৭১০) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন সালাত আদায় করলেন । সালাতের মধ্যে (কুরআন পাঠে) তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। সালাত শেষে তিনি উবাই ইবন কা'ব রা.কে বলেন, তুমি কি আমাদের সাথে সালাত আদায় কর নি? তিনি বলেন, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তাহলে আমাকে খুলে (লোকমা) দিলে না কেন?
عن ابن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم صلى صلاة فالتبس عليه فيها فلما انصرف قال لأبي بن كعب رضي الله عنه: أصليت معنا؟ قال: نعم قال: فما منعك أن تفتح علي؟

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১১
ইমামের লোকমা দেওয়া
(৭১১) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আমরা ইমামদের আটকানো খুলে দিতাম (লোকমা দিতাম)।
عن أنس رضي الله عنه قال: كنا نفتح على الأئمة على عهد رسول الله صلى الله عليه وسلم

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১২
ইমামের লোকমা দেওয়া
(৭১২) আলী রা. বলেন, যখন ইমাম তোমাদের কাছে খাদ্য প্রার্থনা করবে তখন তোমরা তাকে খাদ্য প্রদান করবে।
عن علي رضي الله عنه قال: إذا استطعمكم الإمام فأطعموه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭১৩
ইমামের লোকমা দেওয়া
(৭১৩) ইবন মাসউদ রা. বলেন, ইমাম যখন অপারগ হয়ে যাবে তখন তুমি তার প্রতিবাদ করবে না (লোকমা দেবে না); কারণ তা কথা বলা।
عن ابن مسعود رضي الله عنه: إذا تعايا الإمام فلا تردن عليه فإنه كلام

তাহকীক:
তাহকীক চলমান
