ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৭০৭
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে ফুঁক দেওয়া, কাতরানো ও গলাখাঁকারি দেওয়া
(৭০৭) ইবন আব্বাস রা. বলেন, সালাতের মধ্যে ফুৎকার দেওয়া কথা বলার শামিল । অন্য বর্ণনায়: সালাতের মধ্যে ফুৎকার দেওয়া সালাত ভঙ্গ করে।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما أنه قال: النفخ في الصلاة كلام. وفي لفظ: النفخ في الصلاة يقطع الصلاة
তাহকীক:
হাদীস নং: ৭০৮
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে ফুঁক দেওয়া, কাতরানো ও গলাখাঁকারি দেওয়া
(৭০৮) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাজদারত অবস্থায় মাটির মধ্যে ফুৎকার দিচ্ছিলেন এবং ক্রন্দন করছিলেন।
كتاب الصلاة
عن عبد الله بن عمرو رضي الله عنهما مرفوعا وفيه: وجعل ينفخ في الأرض ويبكي وهو ساجد
তাহকীক:
হাদীস নং: ৭০৯
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে ফুঁক দেওয়া, কাতরানো ও গলাখাঁকারি দেওয়া
(৭০৯) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) থেকে আমার জন্য একটি নির্ধারিত সময় ছিল যখন আমি তাঁর নিকট গমন করতাম। আমি তাঁর নিকট এসে প্রবেশের অনুমতি প্রার্থনা করতাম। তিনি সালাতে রত থাকলে গলা খাঁকারি দিতেন, তখন আমি প্রবেশ করতাম । আর যদি তিনি অবসর থাকতেন তাহলে তিনি আমাকে অনুমতি প্রদান করতেন।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال: كان لي من رسول الله صلى الله عليه وسلم ساعة آتيه فيها فإذا أتيته استأذنت إن وجدته يصلي فتنحنح دخلت وإن وجدته فارغا أذن لي
তাহকীক: