ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭০৫
সালাতের মধ্যে আল্লাহর ভয়ে ক্রন্দন
(৭০৫) তাবিয়ি মুতাররিফ তার পিতা আব্দুল্লাহ ইবন শিখখির রা. থেকে বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে সালাত আদায়ে রত দেখি।এ সময়ে ক্রন্দনের কারণে তাঁর বুকের মধ্যে কড়াইয়ের মধ্যে ফুটন্ত তরকারির শব্দের মতো শব্দ হচ্ছিল।
عن مطرف عن أبيه عبد الله بن الشخير رضي الله عنه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم (يصلي) وفي صدره أزيز كأزيز المرجل من البكاء
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৭০৬
সালাতের মধ্যে আল্লাহর ভয়ে ক্রন্দন
(৭০৬) তাবিয়ি আব্দুল্লাহ ইবন শাদ্দাদ বলেন, আমি শেষ কাতারে দাঁড়িয়ে উমার রা.র ক্রন্দনের শব্দ শুনতে পেলাম, তিনি তখন পড়ছিলেন, আমি আমার অসহনীয় বেদনা ও আমার দুঃখ শুধু আল্লাহর নিকট নিবেদন করছি'।
عن عبد الله بن شداد قال: سمعت نشيج عمر رضي الله عنه وأنا في آخر الصفوف يقرأ: إنما أشكو بثي وحزني إلى الله. (في صلاة الصبح)
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান