ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭০৩
সালাতের মধ্যে ইশারা করা এবং দৃষ্টি বা মুখ ঘুরিয়ে আশেপাশে তাকানো
(৭০৩) উম্মু সালামা রা. থেকে আসরের সালাতের পরে দুই রাকআত নফল সালাতের বিষয়ে বর্ণিত, তিনি তার চাকরানীকে এই বিষয়ে প্রশ্ন করতে পাঠান। তিনি বলেন, তুমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলবে, উম্মু সালামাহ আপনাকে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমি শুনেছি যে, আপনি এই দুই রাকআত সালাত আদায় করতে নিষেধ করছেন। আবার আমি দেখছি যে, আপনি এই দুই রাকআত সালাত আদায় করছেন। যদি তিনি হাত দিয়ে ইশারা করেন তাহলে তুমি পিছিয়ে এসে অপেক্ষা করবে। মেয়েটি নির্দেশমতো কাজ করে । তখন রাসূলুল্লাহ (ﷺ) হাত দিয়ে ইশারা করেন । এতে মেয়েটি পিছিয়ে এসে অপেক্ষা করে।
عن أم سلمة رضي الله عنها في الركعتين بعد العصر: أرسلت جاريتها تسأل عنهما وقالت قولي له تقول لك أم سلمة يا رسول الله سمعتك تنهى عن هاتين وأراك تصليهما فإن أشار بيده فاستأخري عنه ففعلت الجارية فأشار بيده فاستأخرت عنه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৭০৪
সালাতের মধ্যে ইশারা করা এবং দৃষ্টি বা মুখ ঘুরিয়ে আশেপাশে তাকানো
(৭০৪) খাওয়াত ইবন জুবাইর রা. বলেন, আমি সালাত আদায় করছিলাম, এমতাবস্থায় আমার পেছন থেকে একব্যক্তি বলেন, সংক্ষেপ করো, তোমার কাছে আমাদের প্রয়োজন রয়েছে। তখন আমি মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখি যে তিনি রাসূলুল্লাহ (ﷺ)।
عن خوات بن جبير رضي الله عنه قال: كنت أصلي فإذا رجل من خلفي يقول: خفف فإن لنا إليك حاجة فالتفت فإذا رسول الله صلى الله عليه وسلم

তাহকীক:
তাহকীক চলমান