ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭০২
সালাতে কোনো অসুবিধা হলে তাসবীহ বলা অথবা হাততালি দেওয়া
(৭০২) সাহল ইবন সা'দ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কারো সালাতের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে সে যেন ‘সুবহানাল্লাহ' বলে। কারণ পুরুষের জন্য 'সুবহানাল্লাহ' বলা এবং মেয়েদের জন্য হাততালি দেওয়া।
عن سهل بن سعد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من نابه في صلاته شيء فليسبح فإن التسبيح للرجال والتصفيق للنساء
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা